বিপ্লব

বিপ্লব

মো. রিদওয়ান আল হাসান

সাতটি আকাশের বুকে হাজার হাজার নক্ষত্রের তীব্র আলো,

সাতটি মহাসমুদ্রের জলে শহিদের স্বজনের নীল বেদনা,

সাতটি জীবনের গল্পের স্বাদের সুরার দুঃসহ তিক্ততায়-

মনে পড়ে,

উদয়াচল পর্বতের নীরব বিপ্লবের স্মৃতি, সেই বিপ্লব-

এই বাংলায় আসে কি বারবার?


মহাজগতের আবহের তীব্র আর্তনাদ আর গোপন কথা,

জুলুমাতের তীব্র অন্ধকার নিজাম,

নৃশংস চিৎকারে শূকরীর প্রসব বেদনা-

আর গায়রে মুশাক্বাফের দুর্বৃত্তির ঘূর্ণি,

জন্ম দেয়-

আকণ্ঠ যন্ত্রণায় আত্মঘাতী শিশু, বিপ্লব অনুগত শিশু।


সুদিন বেহাত ঐতিহাসিক গাথা গাঁথার প্রাক্কালেই,

তবু, আশা-নিরাশার দ্বৈত মৌলের মহাকাশযানে-

লিখা থাকে বিপ্লব পরবর্তী প্রেমের কথা, বিপ্লব শেষে তোমার সাথে সংসার।

সমযোজী না আয়নিক-

কোন মানবিক বাঁধুনিতে জন্ম নিবে মীমাংসিত বিপ্লবের শিশু?

যদিও মানবতা নিখোঁজ হয়ে গেছে সেই কারবালার ক্রন্দনে-

অনেক- অনেক আগে, 

ফোরাতের স্রোত তা জানে।



Previous Post Next Post