পহেলা বৈশাখে প্রকাশিত হলো সাহিত্যনামার দ্বিতীয় মুদ্রিত সংখ্যা



পহেলা বৈশাখে আমরা প্রকাশ করলাম ‘সাহিত্যনামা’র দ্বিতীয় সংখ্যা

পহেলা বৈশাখের রাঙা সকালে আমরা নিয়ে এসেছি আমাদের সাহিত্যচর্চার প্রাণ, আমাদের ভালোবাসার প্রকাশ—সাহিত্যনামা’র দ্বিতীয় মুদ্রিত সংখ্যা।

“সাহিত্যে হোক জীবনের কথা”—এই বিশ্বাসকে সামনে রেখে আমরা যাত্রা শুরু করেছিলাম। আজ সেই পথচলার আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ পেরিয়ে আমরা হাজির হয়েছি নতুন সংখ্যার পরিপূর্ণতায়।


এ সংখ্যায় আমরা তুলে ধরেছি ১১ জন লেখকের ১২টি লেখা—গল্প, কবিতা, প্রবন্ধ ও ভাবনার গভীরতা নিয়ে গড়া এক অনন্য সংগ্রহ। ভাষা, মনন ও সময়চেতনার অনুরণন মিলবে প্রতিটি পাতায়।


এই সংখ্যার একটি বিশেষ অংশে আমরা স্থান দিয়েছি ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রেক্ষাপটে একটি সংবেদনশীল প্রতিবেদন ও বিশ্লেষণ—সাহিত্যিক দায়বদ্ধতা থেকে সময়ের প্রতি আমাদের উত্তরাধিকার।


২০১৯-২০ সালের দিকে আমাদের অনলাইন যাত্রা শুরু হয়। ২০২৪ সালের জুন মাসে আমরা প্রথম মুদ্রিত সংখ্যা প্রকাশ করি। আজকের এই দ্বিতীয় সংখ্যা আমাদের সেই প্রতিশ্রুতিরই ধারাবাহিক, আরও পূর্ণ, আরও আত্মবিশ্বাসী।


এই সংখ্যাটি সম্পাদনায় ছিলেন—ওমর নাসিমি (সম্পাদক), মো. রিদওয়ান আল হাসান (সহযোগী সম্পাদক), আব্দুল্লাহ আল মামুন (প্রকাশক) এবং এম. আর. সুমন (উপদেষ্টা)। প্রশাসনিক দায়িত্বে ছিলেন সোমাইয়া জান্নাত ঐশী। তাদের আন্তরিকতা, নিষ্ঠা ও সাহিত্যপ্রেমেই এই সংখ্যার সফল প্রকাশ সম্ভব হয়েছে।


মুদ্রিত সংখ্যা সংগ্রহ করতে যোগাযোগ করুন:

📞 ০১৯৭৩২৯৬৫২৭ (WhatsApp)

📧 sahityonamaonline@gmail.com

অথবা, অনলাইনে ই-বুক পড়ুন: https://online.fliphtml5.com/dmxvf/egqd/


সাহিত্যনামা—সাহিত্যে হোক জীবনের কথা।

Previous Post Next Post