তোমায় লেখা চিঠি ডাকবক্সে হারিয়ে গেছে- এম. আর. সুমন

 

তোমায় লেখা চিঠি ডাকবক্সে হারিয়ে গেছে।

ডাকপিয়ন ভাবেনি- এখনও জমা পড়বে কোনো চিঠি?

অবেলায় অবহেলায় ক্ষয়ে গেছে লেখা

চিঠি হয়ে গেছে নষ্ট ছ্যাড়া পাতা

কেউ জানে না জানবে না সেখানেই ছিলো তোমায় নিয়ে আমার লুকোনো সব কথা

প্রখর রোদে আর ঝড় বৃষ্টিতে মুছে গেছে কালি

ডাকপিয়ন ভাবেনি এখনও জমা পড়ে কোনো চিঠি!

তোমায় লেখা চিঠি ডাকবক্সে হারিয়ে গেছে।


০২.০৫.২৪

কুলাউড়া

Previous Post Next Post